শনিবার, ডিসেম্বর ৯, ২০২৩
Homeসখীপুরসখীপুরে বখাটে স্টাইলে চুল কাটা বন্ধ করলেন ওসি

সখীপুরে বখাটে স্টাইলে চুল কাটা বন্ধ করলেন ওসি

- Advertisement -spot_img

ইসমাইল হোসেনঃ 

সখীপুরে বখাটেদের হেয়ার স্টাইল বন্ধ করে দিলেন ওসি আমীর হোসেন। উপজেলা শীল সমিতির সকল সদস্যকে থানায় ডেকে এনে বিভিন্ন ধরনের বখাটে স্টাইলে চুল কাটা এবং চুলে রং না করার জন্য সতর্ক করে দেন ওসি। তাদেরকে তিনি জানিয়ে দেন যে এরপর বেয়াদব বা বখাটে রকমভাবে চুল কাটলে এবং চুলে রং করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে স্টাইল করে চুল কাটাদের থানা এনে সতর্ক করে দিচ্ছেন এবং সঙ্গে সঙ্গে ভাল করে চুল কেটে মাথা যথারীতি থানা দেখিয়ে যাচ্ছেন অনেক বখাটে।
শীল সমিতির সভাপতি সুরেশ বিশ্বাস বলেন, সখীপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদের সতর্ক করেছেন আমরা যেন আর কাউকে স্টাইল করে চুল কেটে এবং চুলে রং না করে দেই।
সখীপুর থানার ওসি আমীর হোসেন বলেন, কোন ভাল ছেলেরা হেয়ার স্টাইল করে না। সখীপুরে বখাটেরা বিভিন্ন স্টাইলে চুল কেটে এবং চুলে রং করে নানা ধরনের অপকর্মে লিপ্ত হচ্ছে। সখীপুরে মাদক সেবক,ব্যবসায়ী, বেপরোয়াভাবে মোটর সাইকেল চালানোএবং স্কুল,কলেজের মেয়েদের উত্যক্তকারীদের অধিকাংশই হেয়ার স্টাইল করা।

 

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img