শনিবার, ডিসেম্বর ৯, ২০২৩
Homeসখীপুরসখীপুরে বসন্তবরণ উপলক্ষে পিঠা উৎসব

সখীপুরে বসন্তবরণ উপলক্ষে পিঠা উৎসব

- Advertisement -spot_img

ইসমাইল হোসেনঃ

সখীপুরে বসন্তবরণ উপলক্ষে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। বুধবার বিকেলে লেডিস ক্লাবের আয়োজনে অফির্সাস ক্লাব প্রাঙ্গনে এ উৎসবের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুর রহমান এ পিঠা উৎসব উদ্বোধন করেন।


এ সময় সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মানবেন্দ্র দাস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন হায়দারসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
পিঠা উৎসবে নকশী, বাঙ্গালি, বসনন্তের, ফাল্গুনের ও গ্রাম বাংলার পিঠার স্টলগুলো স্থান পেয়েছে। পিটা ঘর গুলোতে নকশী পিঠা, ঝিকিমিকি পিঠা, গোলাপ পিঠা, পাটিসাপ্টা, তাল পিঠা, বকুল পিঠা, সবজি রোল, লবঙ্গ পিঠাসহ অর্ধশত পিঠা রয়েছে।

 

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img