নিজস্ব প্রতিবেদকঃ
সখীপুরে বি.এল.এস চাষী উচ্চ বিদ্যালয়ের ১৯৯৯ সালের এসএসসি ব্যাচের পূনর্মিলনী বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে দিনভর উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।
আলোচনা সভা, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এম এ রাজ্জাক বিএসসি বি.এড এর হাতে সন্মাননা ক্রেস্ট প্রদান, ১৯৯৯ সালের শিক্ষার্থী ও পরিচিতি পর্ব, স্মৃতি চারণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠনের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব আবু সাইদের সভাপতিত্বে আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম আবুল হাশেম, সহকারী প্রধান শিক্ষক সাইদুর রহমান, সহকারী শিক্ষক সোহরাব আলী, রাজু আহমেদ, সুলতান মাহমুদ বাবুল, সুমন রানা, আনোয়ার হোসেন প্রমুখ।