বুধবার, অক্টোবর ৪, ২০২৩
Homeসখীপুরসখীপুরে ৩ চোরাই গরু উদ্ধার

সখীপুরে ৩ চোরাই গরু উদ্ধার

- Advertisement -spot_img

ইসমাইল হোসেন

সখীপুরে ৩ চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরে উপজেলার কাহারতা এলাকা থেকে গরুগুলো উদ্ধার করা হয়।
সখীপুর থানার উপ-পরির্দশক (এস.আই) আইয়ুব আলী জানান, উপজেলার কাহারতা রামখাপাড়া এলাকার মৃত গোমেজ উদ্দিনের ছেলে আব্দুল লতিফ মিয়ার বাড়ির গোয়াল ঘর থেকে ৩ টি গরু চুরি হয়।
এ ঘটনায় ওই এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে গরুগুলো উদ্ধার করা হয়। এ সময় চোরেরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, এরা একটি সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে গরু, ছাগল ও মোটরসাইকেল চুরিসহ বিভিন্ন অপরাধ সংঘটিত করে আসছে। এসব চোরদের সংঘবদ্ধ একটি সিন্ডিকেট রয়েছে। যাদের সাথে জড়িত এলাকার কয়েকজন।
স্থানীয়রা আরো জানান, প্রায় প্রতিদিনি এলাকায় এসব চুরির ঘটনা ঘটছে। এক্ষেত্রে পুলিশের আরো কঠোর হওয়া প্রয়োজন বলে মনে করেন তারা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img