সোমবার, ডিসেম্বর ১১, ২০২৩
Homeশিক্ষাসরকারি মুজিব কলেজের ছাত্র সংসদের কমিটি বিলুপ্ত ঘোষণা

সরকারি মুজিব কলেজের ছাত্র সংসদের কমিটি বিলুপ্ত ঘোষণা

- Advertisement -spot_img


সাইফুল ইসলাম সানি:  সখীপুরে সরকারি মুজিব কলেজ ছাত্র সংসদের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ হওয়ায় মঙ্গলবার কলেজের অফিসার ইনচার্জ মানিক লাল ভৌমিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, ২০১৩ সালের ৪ এপ্রিল ছাত্র সংসদের কমিটি গঠিত হয়েছিল। নানা জটিলতায় নতুন কমিটি গঠন করা হয়নি। কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক খন্দকার রকিবুল হাসান বিজয় মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করায় কলেজ কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘দীর্ঘদিন ধরে ছাত্র সংসদের নির্বাচন হচ্ছে না। কলেজের মেয়াদোত্তীর্ণ কমিটিটি নিষ্ক্রিয় ছিল। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে দাবিও ছিল ওই কমিটি বিলুপ্ত করে নতুন ছাত্র সংসদ নির্বাচনের। এতে ছাত্রসংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। আমরা মনে করি ক্যাম্পাসে ছাত্রসংগঠনগুলোর সহাবস্থান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশের জন্য সরকারি মুজিব কলেজের ছাত্র সংসদ নির্বাচন জরুরি। এতে কলেজ থেকে মেধাবী নেতৃত্ব তৈরি হবে।’

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img