বার্তা ডেস্ক:
টাঙ্গাইল প্রেসক্লাব আন্তঃউপজেলা ক্রিকেট টুর্নামেণ্ট শুরু হতে যাচ্ছে। টাঙ্গাইল স্টেডিয়ামে আগামি ১২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) এই টুর্নামেণ্টের উদ্বোধন করা হবে। টাঙ্গাইল প্রেসক্লাবসহ ১০টি উপজেলা প্রেসক্লাব নিয়ে টাঙ্গাইল জেলায় এবারই প্রথম আন্তঃউপজেলা ক্রিকেট টুর্নামেণ্ট খেলা হচ্ছে।
এ ক্রিকেট টুর্নামেণ্টে অংশগ্রহণ করছে টাঙ্গাইল প্রেসক্লাব, কালিহাতী প্রেসক্লাব, ঘাটাইল প্রেসক্লাব, গোপালপুর প্রেসক্লাব, ভূঞাপুর প্রেসক্লাব, বাসাইল প্রেসক্লাব, সখীপুর প্রেসক্লাব, দেলদুয়ার প্রেসক্লাব, নাগরপুর প্রেসক্লাব ও মির্জাপুর প্রেসক্লাব।এ টুর্নামেণ্টের খেলাকে কেন্দ্র করে টাঙ্গাইল জেলার সকল সাংবাদিকদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ইতোমধ্যে সকল প্রেসক্লাব তাদের অনুশীলন কার্যক্রম শুরু করেছে। সারাদিন সংবাদ সংগ্রহ করার মাঝেও একটু সময় বের করে সাংবাদিকরা নেমে পড়ছে ব্যাট- বল হাতে নিয়ে মাঠে অনুশীলন করছে।