বুধবার, অক্টোবর ৪, ২০২৩
Homeসখীপুরসখীপুরে উপজেলা নির্বাচনে আ.লীগ প্রার্থীর পক্ষে নির্বাচন পরিচালনা কমিটি গঠন

সখীপুরে উপজেলা নির্বাচনে আ.লীগ প্রার্থীর পক্ষে নির্বাচন পরিচালনা কমিটি গঠন

- Advertisement -spot_img

নিজস্ব প্রতিবেদকঃ

সখীপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী জুলফিকার হায়দার কামাল লেবুর পক্ষে ১১ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিকেলে দলের বিশেষ বর্ধিত সভায় এ কমিটি গঠন করা হয়। উপজেলা ইউসিসিএ লিমিটেড-এর কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় দলের ইউনিয়ন, পৌর, উপজেলা ও জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত থেকে তাদের নানা বক্তব্য তুলে ধরেন। দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার জন্য সর্বশেষ সকলেই ঐক্যমত পোষণ করেন। পরে আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদকে সভাপতি ও দলের সাধারণ সম্পাদক আলহাজ শওকত শিকদারকে সদস্য সচিব করে ১১ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির অন্য সদস্যরা হলেন- আজহারুল ইসলাম, আবু হানিফ আজাদ, অধ্যাপক রফিক-ই রাসেল, আতিকুর রহমান বুলবুল, এম ও গণি, অধ্যক্ষ রেনুবর রহমান, গোলাম কিবরিয়া বাদল, সুলতান শরীফ পান্না ও মু. আবদুল আলীম। সখীপুর উপজেলা পরিষদের নির্বাচনটি অনুষ্ঠিত হবে চতুর্থ ধাপে এবং আগামী ৩১ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলীয় প্রার্থী হতে ডজন খানেকেরও বেশি এই নির্বাচনে প্রার্থী হতে প্রস্তুতি নিলেও দলটির জেলার নীতিনির্ধারণীরা তিনজনের নাম কেন্দ্রে পাঠান। এরা হচ্ছেন- বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শওকত শিকদার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক রপিক-ই রাসেল, সদস্য অধ্যক্ষ সাঈদ আজাদ। দলের মনোনয়ন বোর্ড থেকে এ তিন নামের বাইরে টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত কৃষিবিদ শওকত মোমেন শাহজাহানের অনুজ জুলফিকার হায়দার কামাল লেবুকে মনোনয়ন দেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img