নিজস্ব প্রতিবেদকঃ
সখীপুরে ওয়ালটন শো রুম ঘরের চাল কেটে মোবাইল- এলইডি ও এলসিডি টিভিসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। রবিবার গভীর রাতে উপজেলার কীর্ত্তণখোলা চৌরাস্তা বাজারে এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার সকালে ওই বাজারের নৈশ প্রহরী জামাল উদ্দিনকে আটক করলে তার দেয়া তথ্য মতে কীর্ত্তণখোলা গ্রামের হাতেম আলী (৫০) এবং মোজাম্মেল হোসেন (৩৫) নামের দুই চোরকে গ্রেফতার করে সখীপুর থানা পুলিশ।জানা যায়, প্রতিদিনের মত রোববার রাতে উপজেলার কীর্ত্তণখোলা চৌরাস্তা বাজারের ওয়ালটন শো রুমের মালিক ইলিয়াছ ও সোলাইমান তালাবদ্ধ করে বাড়ি চলে যান। সোমবার সকালে দোকানের তালা খুলে ভিতরে ঢুকতেই দোকানের মালামাল তছনছ এবং টিনের চাল কাটা অবস্থায় দেখতে পান। পরে পুলিশে খবর দিলে ওই বাজারের নৈশ প্রহরী জামাল উদ্দিনকে জিঙ্গাসাবাদের জন্য আটক করে। পরে তার দেয়া তথ্য মতে কীর্ত্তণখোলা গ্রামের হাতেম আলী এবং মোজাম্মেল হোসেনকে গ্রেফতার করা হয়।সখীপুর থানার ওসি (তদন্ত) লুৎফুল কবির বলেন- এ ঘটনায় নৈশ প্রহরীসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। মালামাল উদ্ধার ও বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।