বুধবার, অক্টোবর ৪, ২০২৩
Homeসখীপুরসখীপুরে জাতীয় শিশু‌ দিবস পা‌লন

সখীপুরে জাতীয় শিশু‌ দিবস পা‌লন

- Advertisement -spot_img

নিজস্ব প্রতিবেদকঃ

সখীপুরে জা‌তিরজনক বঙ্গবন্ধ‌ু শেখ মজিবুর রহমা‌নের ৯৯তম জন্মবা‌র্ষিকী ও জাতীয় শিশু‌ দিবস পা‌লন করা হ‌য়ে‌ছে। রোববার উপ‌জেলা প্রশাসনের অা‌য়োজন এ উপল‌ক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা চিত্রাঙ্কন প্র‌তি‌যো‌গিতা অা‌লোচনাসভা ও কেককাটার অা‌য়োজন করা হয়। আলোচনা সভায় ইউএনও মোঃ আমিনুর রহমানের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান শওকত সিকদার, পৌর মেয়র আবু হানিফ আজাদ, সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা, ওসি আমীর হোসেন, প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর প্রমুখ বক্তব্য দেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img