বৃহস্পতিবার, অক্টোবর ৫, ২০২৩
Homeসখীপুরসখীপুরে ৪ চেয়ারম্যান প্রার্থীসহ ১৫ জনের মনোনয়নপত্র দাখিল

সখীপুরে ৪ চেয়ারম্যান প্রার্থীসহ ১৫ জনের মনোনয়নপত্র দাখিল

- Advertisement -spot_img

ইসমাইল হোসেনঃ
সোমবার মনোননয়নপত্র দাখিলের শেষ দিনে সখীপুরে ৪ চেয়ারম্যান প্রার্থীসহ ১৫ প্রার্থী তাদের মনোননয়পত্র দাখিল করেছেন। এদের মধ্যে ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন।

এরা হলেন- চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রয়াত এমপি কৃষিবিদ শওকত মোমেন শাহজাহানের ছোট ভাই এবং সাবেক এমপি অনুপম শাহজাহান জয়ের চাচা জুলফিকার হায়দার কামাল (লেবু),
স্বতন্ত্র প্রার্থী হিসেবে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও বোয়ালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাঈদ আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম খান এবং বিকল্প ধারা মনোনীত প্রার্থী মো. আবুল হাসেম দুর্জয় মনোনয়ন জমা দেন।

অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডিএম শরীফুল ইসলাম শফী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সাংবাদিক ফজলুল হক বাপপা, উপজেলা আওয়ামী লীগের সদস্য শিবলী সাদিক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল ইসলাম (কাজী বাদল), আওয়ামী লীগ নেতা মো. খলিলুর রহমান এবং জাতীয় পার্টি (জাপা) মনোনিত প্রার্থী মো. আমজাদ হোসেন মনোনয়ন জমা দেন। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা পারভীন মিনা, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শাহিদা আক্তার (বেবি বাদশা), জেলা আওয়ামী সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক জাহানারা আক্তার (লুৎফা আনোয়ার), উপজেলা আওয়ামী সাংস্কৃতিক জোটের সদস্য কানিস ফাতেমা বিউটি এবং উপজেলা জননেত্রী শেখ হাসিনা পরিষদের মহিলা বিষয়ক সম্পাদক নারী উদ্যোক্তা রওশন আরা আক্তার রিতা মনোনয়নপত্র দাখিল করেন।
প্রসঙ্গতঃ চতুর্থ ধাপে আগামি ৩১ মার্চ সখীপুর
উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img