নিজস্ব প্রতিবেদক: সখীপুরের কচুয়া এলাকা থেকে দুই কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে টাঙ্গাইল (দক্ষিণ) গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশ কার্যালয়ে এক প্রেস বিফিং এর মাধ্যমে এ তথ্য জানানো হয়।
জানা যায়, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সখীপুর উপজেলার কচুয়া বাজারে চামড়ার গুদামের সামনে থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এরা হলো- ভালুকা থানার ডাকাতিয়াপাড়া এলাকার বছির উদ্দিনের ছেলে আ: লতিফ ও একই থানার ছিটালপাড়া এলাকার রমজান আলীর ছেলে শাহজামাল। এসময় তাদের কাছ থেকে পলিথিনের ব্যাগ ভর্তি দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এসবি/সানি