মঙ্গলবার, ডিসেম্বর ৫, ২০২৩
Homeসখীপুরঅগ্রদূত এসোসিয়েশনের সেমাই-চিনি বিতরণ

অগ্রদূত এসোসিয়েশনের সেমাই-চিনি বিতরণ

- Advertisement -spot_img

সাইফুল ইসলাম সানি: ঈদ আনন্দ সক‌লের মধ্যে ছ‌ড়ি‌য়ে দি‌তে উপ‌জেলার প্র‌তিমা বংকী অগ্রদূত এ‌সো‌সি‌য়েশ‌নের উদ্যো‌গে সেমাই, চি‌নি, দুধ ও সাবান বিতরণ করা হ‌য়ে‌ছে। রোববার সকাল ১০টায় প্র‌তিমা বংক‌ী বাজা‌রে অব‌স্থিত এ‌সো‌সি‌য়েশ‌নের কার্যাল‌য়ে প্রায় ২’শ দুস্থ প‌রিবা‌রের ম‌ধ্যে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উদয়ন উচ্চ বিদ্যাল‌য়ের প্রধান শিক্ষক মো. শাহজাহা‌ন মিয়ার সভাপ‌তি‌ত্বে প্রধান অ‌তি‌থি হিসে‌বে উপ‌স্থিত ছি‌লেন সা‌বেক সিভিল সার্জন ও মডার্ণ ডক্টরস্ হস‌পিটা‌লের প‌রিচালক ডা. আ‌নোয়ার হো‌সেন। এসময় দা‌ড়িয়াপুর ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান আনছার আলী আ‌সিফ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হাসমত আলী, ইউ‌পি সদস্য আলতাফ হোসেন, সা‌বেক ইউ‌পি সদস্য ‌জিন্নাত আলী, অগ্রদূত এ‌সো‌সি‌য়েশ‌নের উপদেষ্টা রফিক হাসান, সভাপ‌তি রানা বাহাদুর, সাধারণ সম্পাদক হুমায়ন ক‌বিরসহ এ‌সো‌সি‌য়েশ‌নের বি‌ভিন্ন প‌দের কর্মকর্তা ও সদস্যরা উপ‌স্থিত ছি‌লেন।

উল্লেখ্য, প্রতিষ্ঠানটি ঈদের আনন্দ দুস্থদের সঙ্গে ভাগাভাগি করতে প্রতি বছরই এ কর্মসূচি পালন করে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img