নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরের বেড়বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রঞ্জন রায় (২৬) নামের এক হিন্দু পুরোহিতের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার বেড়বাড়ী নামাপাড়া গ্রামের ননী গোপালের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত রঞ্জন রায় উপজেলার হাতিবান্ধা গ্রামের মৃত মহাদেব রায়ের ছেলে। এ ব্যাপারে গত সোমবার রাতে সখীপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে বেড়বাড়ী নামা পাড়া গ্রামের ননী গোপালের বাড়িতে পূজা করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন রঞ্জন রায়। পরে তাঁকে মুমূর্ষু অবস্থায় সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা যায়, সোমবার বিকেল বেলায় পূজা করার সময় এক পর্যায়ে বিদ্যুতের তার ছিড়ে তাঁর গায়ে লাগে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বলেন, এ ব্যপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। রাতে লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসবি/সানি
Leave a Reply