মঙ্গলবার, ডিসেম্বর ৫, ২০২৩
Homeসখীপুরডেঙ্গু প্রতিরোধে সচেতনতায় অবসরপ্রাপ্ত চাকরিজীবী ফোরামের লিফলেট বিতরণ

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতায় অবসরপ্রাপ্ত চাকরিজীবী ফোরামের লিফলেট বিতরণ

- Advertisement -spot_img

‌নিজস্ব প্র‌তি‌বেদক: ডেঙ্গু প্র‌তি‌রো‌ধে স‌চেতনতা বাড়া‌তে লিফ‌লেট বিতরণ ক‌রে‌ছে সখীপুর উপ‌জেলা অবসরপ্রাপ্ত চাকু‌রিজীবী ফোরাম।বৃহস্প‌তিবার সকা‌লে সখীপুর বাজারসহ পৌরসভার বি‌ভিন্ন এলাকায় লিফ‌লেট বিতরণ করা হয়। এসময় সংগঠ‌নের সাধারণ সম্পাদক মো. মে‌ছের উ‌দ্দিন মিয়া, মো. শামছুল হক, অাফাজ উ‌দ্দিন অাহ‌ম্মেদ, অাসাদুজ্জামান নূর প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন। কর্মসূ‌চি‌কে সমর্থন দি‌য়ে পৌর মেয়র বীর মু‌ক্তি‌যোদ্ধা অাবু হা‌নিফ অাজাদও লিফ‌লেট বিতরণে অংশ নেন।

এ বিষ‌য়ে সংগঠ‌নের সাধারণ সম্পাদক মে‌ছের উ‌দ্দিন ব‌লেন, সামা‌জিক দায়বদ্ধতা থে‌কে তারা স‌চেতনতামূলক এ কর্মসূ‌চি পালন করে‌ছেন।

এসবি/সানি

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img