সাইফুল ইসলাম সানি: ঢাকা রেঞ্জের সেরা তদন্ত কর্মকর্তা নির্বাচিত হয়েছেন সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুল্লাহ। বৃহস্পতিবার সকালে ঢাকা রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শকের (ডিআইজি) কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসআই ওবায়দুল্লাহ’র হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়। তার পুরস্কার প্রাপ্তিতে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেনসহ অন্যান্য সহকর্মীরা শুভেচ্ছা জানিয়েছেন।
সখীপুর থানা সূত্রে জানা যায়, সম্প্রতি প্রতারক চক্র এক কৃষককে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে তার ট্রাফে ট্রাক্টর চুরি করে নিয়ে যায়। পরে সুস্থ হয়ে ওই কৃষক সখীপুর থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেন। এসআই ওবায়দুল্লাহ বিভিন্ন কৌশল অবলম্বন করে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে। লালমনিরহাট এলাকা থেকে ওই ট্রাক্টরটিও উদ্ধার করা হয়। এ সফলতার জন্যই ওবায়দুল্লাহকে পুরস্কৃত করা হয়েছে। পুরস্কার প্রদান অনুষ্ঠানে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসআই ওবায়দুল্লাহ এক প্রতিক্রিয়ায় সখীপুর বার্তাকে বলেন, আমি সব সময় জনগণের সেবা করে যেতে চাই। কাজের মূল্যায়ন পেলে সকলেরই ভালো লাগে। আমি মনে করি এ পুরস্কার আমার পেশাগত দায়িত্বকে আরো গতিশীল করবে।
-এসবি/সানি