বৃহস্পতিবার, অক্টোবর ৫, ২০২৩
Homeসখীপুরসখীপুর প্রেসক্লাবের "সাংবাদিক কল্যাণ সমবায় সমিতি"র কমিটি গঠন

সখীপুর প্রেসক্লাবের “সাংবাদিক কল্যাণ সমবায় সমিতি”র কমিটি গঠন

- Advertisement -spot_img

নিজস্ব প্রতিবেদক: সখীপুর প্রেসক্লাবের সাংবাদিকদের কল্যাণে গঠিত “সাংবাদিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেড” -এর দুই বছর মেয়াদী কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার রাতে সখীপুর প্রেসক্লাব সভাকক্ষে সাধারণ সভায় সর্ব সম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। কমিটিতে দৈনিক যায়যায়দিন পত্রিকার সখীপুর সংবাদদাতা সাজ্জাত লতিফকে সভাপতি, এশিয়ান টেলিভিশনের সখীপুর প্রতিনিধি এম. সাইফুল ইসলাম শাফলুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

অন্যান্য সদস্যরা হচ্ছেন দৈনিক বাংলাদেশ সময় প্রতিনিধি মােজাম্মেল হক সজল (কোষাধ্যক্ষ), দৈনিক নয়াদিগন্তের তাইবুর রহমান (সদস্য) এবং ভােরের ডাকের আল-রাজীব (সদস্য)।

প্রতিষ্ঠানটি সখীপুর প্রেসক্লাবের একটি সহযোগী সংগঠন। যা সখীপুরে প্রেসক্লাবের সদস্য সাংবাদিকদের কল্যাণে নানা কর্মকাণ্ড পরিচালনা করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এসবি/সানি

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img