মঙ্গলবার, ডিসেম্বর ৫, ২০২৩
Homeজাতীয়পুলিশের পলাতক সোর্স আল-আমিন গ্রেপ্তার

পুলিশের পলাতক সোর্স আল-আমিন গ্রেপ্তার

- Advertisement -spot_img

সাইফুল ইসলাম সানি: সখীপুরে দিনমজুরের পকেটে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টার ঘটনায় পুলিশের পলাতক সোর্স আল-আমিনকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। রিমান্ডে নেওয়া তিন পুলিশ সদস্যের তথ্যের ভিত্তিতে আজ শনিবার ভোররাতে মির্জাপুরের গোড়াই এলাকা থেকে সখীপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। সে মির্জাপুরের ভাউড়া এলাকার আজহার আলীর ছেলে। এ ঘটনায় আল-আমিনসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হলো। এদের মধ্যে এএসআই রিয়াজুল, কনস্টেবল গোপাল সাহা, কনস্টেবল রাসেল ও সোর্স হাসান সখীপুর থানায় দুইদিনের রিমান্ডে রয়েছে।
সখীপুর থানার ওসি আমির হোসেন বলেন, আল-আমিনকেও পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাঁশতৈল পুলিশ ফাঁড়ির এএসআই রিয়াজুল ইসলাম চার কনস্টেবল ও দুই সোর্সকে নিয়ে সখীপুর উপজেলার হতেয়া-রাজাবাড়ী এলাকার এক দিনমজুরের পকেটে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করে। পরে স্থানীয় জনতা এএসআই রিয়াজুল ইসলামসহ চারজনকে গণধোলাই দিয়ে পুলিশে দেয়। এসময় দুই কনস্টেবল ও সোর্স আল-আমিন পালিয়ে যায়।

 

এসবি/সানি

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img