শনিবার, ডিসেম্বর ২, ২০২৩
Homeসখীপুরকচুয়া বাজা‌রে দুঃসাহ‌সিক চু‌রি

কচুয়া বাজা‌রে দুঃসাহ‌সিক চু‌রি

- Advertisement -spot_img

নিজস্ব প্রতিবেদকঃ কচুয়া বাজা‌রে দুঃসাহ‌সিক চু‌রি সখীপুর উপ‌জেলার কচুয়া বাজা‌রের ব্যবসায়ী আলহাজ শওকত আলীর দোকা‌নে দুঃসাহ‌সিক চু‌রির ঘটনা ঘ‌টে‌ছে। র‌বিবার গভীর রা‌তে কচুয়া-সখীপুর সড়‌কের কচুয়া বাজা‌রের দ‌ক্ষিণ পা‌শে জা‌হিদ ট্রেডার্স না‌মের দোকান‌টি‌তে চু‌রি সংঘ‌টিত হয়। চু‌রির ঘটনায় সোমবার সকা‌লে সখীপুর থানা পু‌লি‌শের উপপ‌রিদর্শক ফয়সাল আহ‌মে‌দের নেতৃ‌ত্বে একদল পু‌লিষ ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছেন। ব্যবসায়ী শওকত আলী ব‌লেন, গভীর রা‌তে সংঘবদ্ধ চো‌রেরা দোকা‌নের কে‌চি‌গে‌টের তালা ও সাটার ‌ভে‌ঙ্গে ঘ‌রে ঢু‌কে অটোভ্যা‌নের ৫০ সেট ব্যাটা‌রি ও নগদ টাকা নি‌য়ে গে‌ছে। এছাড়াও তি‌নি কচুয়া বাজার কেন্দ্রীয় জা‌মে মস‌জি‌দের কোষাধ্যক্ষ হওয়ায় তার কা‌ছে মস‌জি‌দের অনুদা‌নের ২০ হাজার টাকা জমা ‌ছিল সে টাকাও চো‌রেরা নি‌য়ে গে‌ছে। এতে প্রায় ১২ থে‌কে ১৩ লাখ টাকার মালামাল নি‌য়ে গে‌ছে ব‌লে তি‌নি দা‌বি ক‌রেন। সখীপুর থানার এসআই ফয়সাল আহ‌মেদ ব‌লেন, ঘটনাস্থল প‌রিদর্শন করা হ‌য়ে‌ছে। চু‌রির বিষয়‌টি তদন্ত করা হ‌চ্ছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img