নিজস্ব প্রতিবেদকঃ সখীপুর উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মনোনীত হয়েছেন লাঙ্গুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইকবাল হোসেন এবং ছাতিয়াচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাছিমা আক্তার। এ ছাড়াও উপজেলার কালিয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবদুর রহিম মিঞা এবং বড়চওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমুন নাহার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মহোনীত হয়েছেন।
উপজেলা শিক্ষা অফিসার মানবেন্দ্র দাস শিক্ষকদের বিভিন্নদিক বিচার বিবেচনা শেষে এসব শ্রেষ্ঠ শিক্ষকের নাম ঘোষণা করেন বলে তিনি জানান।