সোমবার, ডিসেম্বর ১১, ২০২৩
Homeসখীপুরসখীপুরে বসতবাড়ীতে হামলা মা-মেয়েকে শ্লীলতাহনি, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

সখীপুরে বসতবাড়ীতে হামলা মা-মেয়েকে শ্লীলতাহনি, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

- Advertisement -spot_img

নিজস্ব প্রতিবেদক: সখীপুরে বসতবাড়ীতে হামলা, ভাংচুর, লুটপাট ও মা-মেয়েকে শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে উপজেলার কাকড়াজান ইউনিয়নের ভাতগড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে ওই বাড়ির মালিক আহত ফাহিমা খাতুন (৪৮) সখীপুর থানায় লিখিত অভিযোগ দেন। বুধবার দুপুরে হামলা, ভাংচুর, লুটপাট ও মা-মেয়েকে শ্লীলতাহানির প্রতিবাদে ইন্দ্রারজানি এলাকায় স্থানীয়রা মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে আশপাশের গ্রামের প্রায় সহ¯্রাধিক লোকজন অংশ নেয়। সখীপুর বার্তা।
জানা যায়, প্রায় ৩০ বছর আগে ভাতগড়া গ্রামের আবু তাহেরের ছেলে বারেক মিয়ার সঙ্গে জামালহাটগুরা গ্রামের ফাহিমা খাতুনের বিয়ে হয়। এদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। গত ৪ বছর আগে বারেক মিয়া বিদেশ থাকা অবস্থায় সিলেটের এক নারীর সঙ্গে প্রেমের সর্ম্পক গড়ে তুলেন। পরে ফাহিমাকে তালাক দিয়ে ওই নারীকে বিয়ে করেন। ফাহিমা অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে বড় সন্তান ফরিদ হোসেনকে সৌদি আরব পাঠিয়েছেন। সম্প্রতি বারেক মালয়েশিয়া থেকে ছুটিতে আসে। ফাহিমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে মঙ্গলবার বারেক ও তার ভাই সোহরাব আলী দলবল নিয়ে ফাহিমার বসত ঘরে হামলা চালিয়ে ভাংচুর করে। এ সময় ফাহিমা ও তার মেয়েকে হামলকারীরা শ্লীলতাহানিও করে বলে মানববন্ধনে বক্তারা জানান।
সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বদিউজ্জামান সখীপুর বার্তাকে বলেন, অভিযুক্ত বারেক মিয়াকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

 

-এসবি/সানি

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img