বৃহস্পতিবার, অক্টোবর ৫, ২০২৩
Homeজাতীয়হা‌তিবান্ধা ইউ‌নিয়ন অা.লীগের স‌ম্মেলন, ন‌রেশ সভাপ‌তি র‌বিন সম্পাদক

হা‌তিবান্ধা ইউ‌নিয়ন অা.লীগের স‌ম্মেলন, ন‌রেশ সভাপ‌তি র‌বিন সম্পাদক

- Advertisement -spot_img

সাইফুল ইসলাম সা‌নি: গতকাল র‌বিবার বি‌কে‌লে সখীপুর উপ‌জেলার হা‌তিবান্ধা ইউ‌নিয়ন অাওয়ামী লী‌গের সম্মেলন অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। স‌ম্মেল‌নে ওয়ার্ড অাওয়ামী লী‌গের সভাপ‌তি-সম্পাদক‌দের সরাস‌রি ভো‌টে নরেশ চন্দ্র সরকার সভাপ‌তি ও শাহজাহান খান র‌বিন সাধারণ সম্পাদক নির্বা‌চিত হ‌য়ে‌ছেন। সম্মেল‌নে জেলা অা.লী‌গের সাধারণ সম্পাদক সংসদ সদস্য এড. জোয়া‌হেরুল ইসলাম প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন । অালাল উ‌দ্দি‌নের সভাপ‌তি‌ত্বে অন্যা‌ন্যের ম‌ধ্যে সা‌বেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, কেন্দ্রীয় অা.লী‌গের উপক‌মি‌টির সহসম্পাদক প্র‌কৌশলী অাতাউল মাহমুদ, উপ‌জেলা অা.লী‌গের সভাপ‌তি কুতুব উ‌দ্দিন অাহ‌ম্মেদ, সাধারণ সম্পাদক শওকত শিকদার প্রমুখ বক্তব্য দেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img