মঙ্গলবার, ডিসেম্বর ৫, ২০২৩
Homeসখীপুরবহুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন, সভাপতি রফিক সম্পাদক শরিফুল

বহুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন, সভাপতি রফিক সম্পাদক শরিফুল

- Advertisement -spot_img

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুর উপজেলার বহুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে সভাপতি হিসেবে খন্দকার রফিক ১১ ভোট ও সাধারণ সম্পাদক পদে শরিফুল ইসলাম ১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সোমবার সন্ধ্যায় কালিদাস কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরকার নূরে আলম মুক্তার সভাপতিত্বে অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শওকত সিকদার, সখীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, বাংলাদেশ প্রকৌশলী ইন্সিটিউটের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী আতাউল মাহমুদ, যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম আতিকুর রহমান, বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া সেলিম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল লতিফ মাস্টারসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের  নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img