শনিবার, ডিসেম্বর ২, ২০২৩
Homeখেলাধুলাশওকত মোমেন শাহজাহান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

শওকত মোমেন শাহজাহান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: মাঠে আসুন, খেলা উপভোগ করুন। মাদক ও ইভটিজিংকে না বলুন’ -এ স্লোগান নিয়ে সখীপুরে শওকত মোমেন শাহজাহান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।  শনিবার বিকেলে সখীপুরের সৃষ্টিসংঘ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন থার্ড ওয়েব টেকনোলোজি লিমিটেডের পরিচালক মারুফুল ইসলাম। শওকত মোমেন শাহজাহান স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে খেলায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ এড. জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের। এছাড়াও চারবারের সাংসদ প্রয়াত শওকত মোমেন শাহজাহানের ছেলে সাবেক সাংসদ অনুপম শাহজাহান জয়, স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব দেওয়ান মাহবুবুর রহমান বাদল, উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, সখীপুর পৌরসভার মেয়র আবুহানিফ আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. ওসমান গণি, সখীপুর আবাসিক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিক-ই-রাসেল, জেলা পরিষদের সদস্য গোলাম কিবরিয়া বাদল, কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান, কাকড়াজান ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুৎ, সখীপুর বাজার বণিক সমিতির সভাপতি তাহেরুল ইসলাম তালুকদার, সূর্যতরুণ শিক্ষাঙ্গণ আবাসিক স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু নাসের ফারুক, সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, সাবেক সভাপতি ইকবাল গফুর মাঠে উপস্থিত হয়ে হাজার হাজার দর্শকদের সঙ্গে খেলা উপভোগ করেন।

শওকত মোমেন শাহজাহান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সাধারণ সম্পাদক রফিক-ই-বাদল বলেন, ডাক বিভাগের ডিজিটাল লেনদেন (নগদ) এর সৌজন্যে এ টুর্নামেন্টে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আটটি দল নিবন্ধন করেছে। গতকাল শনিবার উদ্বোধনী খেলায় গাজীপুরের রজনীকান্ত ফুটবল একাদশ ৫-০ গোলে রাজশাহীর কিশোর ফুটবল একাডেমিকে হারিয়ে সেমিফাইনালে উঠে।  রোববার ঢাকা শহরের উত্তরা ক্লাব বনাম গাজীপুরের মির্জাপুর ফুটবল একাদশের মুখোমুখি হবে।

শনিবার বিকেলে সৃষ্টি সংঘ মাঠে গিয়ে দেখা যায়, মাঠের চারপাশে প্রচুর দর্শকের সমাগম ঘটেছে। উপজেলার বাইরের ময়মনসিংহ জেলার ভালুকা, টাঙ্গাইলের বাসাইল, মির্জাপুর, ঘাটাইলের অনেক দর্শক ফুটবল খেলা উপভোগ করেছে।

এসবি/অনলাইন ডেস্ক/সানি

আরও খবর

জনপ্রিয়