মঙ্গলবার, ডিসেম্বর ৫, ২০২৩
Homeজাতীয়সখীপুরে নতুন ইউএনও’র যোগদান- ‘মুজিববর্ষে বাল্যবিয়ে শূন্যের কোঠায় নামিয়ে আনার প্রত্যাশা’

সখীপুরে নতুন ইউএনও’র যোগদান- ‘মুজিববর্ষে বাল্যবিয়ে শূন্যের কোঠায় নামিয়ে আনার প্রত্যাশা’

- Advertisement -spot_img

সাইফুল ইসলাম সানি: মুজিববর্ষে সখীপুর উপজেলায় বাল্যবিয়ের হার শূন্যের কোঠায় নামিয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করেছেন সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমাউল হুসনা লিজা। তিনি বলেন, সরকারের নিয়মিত উন্নয়ন কর্মকান্ডের পাশাপাশি উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বঙ্গবন্ধু কর্ণার স্থাপন ও মুজিববর্ষে বাল্যবিয়ে শূন্যের কোঠায় নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে। এছাড়া শিশুদের মধ্যে পরিস্কার পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা ও নৈতিক শিক্ষার প্রসারে বিদ্যালয়গুলোতে নীতির পাঠশালা গড়ে তোলার লক্ষ্যে কাজ করবো। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) তিনি সখীপুরে প্রথম অফিস করেন। পরে সখীপুর বার্তা’র সঙ্গে একান্ত সাক্ষাতকারে তিনি এসব আশাবাদ ব্যক্ত করেন। পরিকল্পনা বাস্তবায়নে তিনি সকলের সহযোগিতাও কামনা করেন।
সদ্য যোগদানকারী ইউএনও আসমাউল হুসনা লিজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগ থেকে অনার্স মাস্টার্স শেষ করে ২৯তম বিসিএস -এর প্রশাসন ক্যাডারের সদস্য। এর আগে তিনি মানিকগঞ্জের ঘিওর, গাজীপুর ও কালিহাতী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) এবং মানিকগঞ্জ সদর উপজেলায় ইউএনও হিসেবে কর্মরত ছিলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার বাসিন্দা।

 

-এসবি/সানি

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img