নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে মাদকসেবনের দায়ে রায়হান উদ্দিন (২০) নামের এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার সন্ধ্যায় আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মিম তাবাসসুম প্রভা এ আদালত পরিচালনা করেন। রায়হান পৌরসভার ৩নং ওয়ার্ড়ের আবুল হোসেনের ছেলে। পুলিশ জানায়, রোববার বিকেলে পৌরশহরের সৌখিন মোড় এলাকা থেকে মাদকসেবনকালে রায়হানকে গ্রেফতার করা হয়। পরে সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতে সোর্পদ করলে আদালত তাকে ৬ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন। এ বিষয়ে আদালতের নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) হা-মিম তাবাসসুম প্রভা বলেন, মাদকসেবনের দায়ে রায়হানকে ৬ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।