মঙ্গলবার, ডিসেম্বর ৫, ২০২৩
Homeসখীপুরসখীপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী রমিজ উদ্দিন নিহত

সখীপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী রমিজ উদ্দিন নিহত

- Advertisement -spot_img

নিজস্ব প্রতিবেদক: সখীপুরে সড়ক দুর্ঘটনায় রমিজ উদ্দিন(৩৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে। সোমবার সকালে সখীপুর-গোপীনপুর সড়কের মহানন্দপুর বাজার এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের সংর্ঘষে এ দুর্ঘটনা ঘটে। নিহত রমিজ উদ্দিন বাসাইল উপজেলার ফুলকি গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রমিজ উদ্দিন সোমবার সকালে সখীপুর থেকে মোটরসাইকেল যোগে উপজেলার কাকড়াজানে যাওয়ার পথে সখীপুর-গোপীনপুর সড়কের মহানন্দপুর বাজার এলাকায় পৌঁছলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে রমিজ উদ্দিন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি সখীপুর বাজার বহুমুখি বণিক সমবায় সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক। রমিজ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড়ে বসবাস এবং শহরের ফাহিম সুপার মার্কেটে কাপড়ের ব্যবসা করতেন। তাঁর মৃত্যুতে পরিবার ও ব্যবসায়ীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
সখীপুর থানার ওসি আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img