বৃহস্পতিবার, অক্টোবর ৫, ২০২৩
Homeজাতীয়বাড়ি বাড়ি সাবান বিতরণ করছেন ইউপি সদস্য আলতাব হোসেন

বাড়ি বাড়ি সাবান বিতরণ করছেন ইউপি সদস্য আলতাব হোসেন

- Advertisement -spot_img

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুর উপজেলার এক ইউপি সদস্য নিজ ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে জীবাণুনাশক স্প্রে ও হাত ধোয়ার সাবান বিতরণ করছেন। চলমান করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে নিজ ওয়ার্ডের জনগণকে সচেতন করতেই তাঁর এ ব্যতিক্রমী উদ্যোগ। আলতাব হোসেন উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের সদস্য। আজ শনিবার সকাল থেকে নিজ অর্থায়নে তিনি সাবান বিতরণের পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে জীবাণুনাশক স্প্রে করেন।

আলতাব হোসেন বলেন, শহরের মানুষের মতো গ্রামের মানুষ অতটা সচেতন নয়। ওয়ার্ডের মেম্বার হিসেবে তাদের সচেতন করা আমার দায়িত্ব। তাই পরিবারগুলোকে হাতে সাবান তুলে দিয়ে কারোনা প্রতিরোধে হাত ধোয়ার জন্য উৎসাহ দেওয়া হয়েছে।
এ বিষয়ে ওই গ্রামের বাসিন্দা ও বেড়বাড়ি দাখিল মাদরাসার সুপার মাওলানা কামরুজ্জামান বলেন, করোনা ভাইরাসের আতঙ্ক গ্রামেও ছড়িয়ে পড়েছে। এ জন্যে গ্রামের মানুষদেরও সচেতন হওয়া জরুরি। সে হিসেবে আলতাব মেম্বারের এ উদ্যোগটি খুবই প্রশংসনীয়। দেশের প্রতিটি ওয়ার্ডের ইউপি সদস্যরা এভাবে নিজ নিজ এলাকার মানুষকে সচেতন করলে করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি কার্যক্রম আরো দ্রুত ও সহজ হবে।

 

-এসবি/সানি

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img