শনিবার, ডিসেম্বর ২, ২০২৩
Homeসখীপুরসখীপুরে দুস্থদের মাঝে খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করল প্রশাসন

সখীপুরে দুস্থদের মাঝে খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করল প্রশাসন

- Advertisement -spot_img

নিজস্ব প্রতিবেদক: সখীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহায়তায় প্রান্তিক মানুষের মাঝে জরুরি ত্রাণসামগ্রী (খাদ্যসামগ্রী) বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পাঁচ শতাধিক দরিদ্র রিকশাচালক, ভিক্ষুক ও দিনমজুরদের হাতে এ ত্রাণসামগ্রী তুলে দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা বলেন, করোনা সংক্রমণের বিস্তাররোধ ও প্রতিকারের জন্য নির্দেশানুযায়ী জনসমাগম নিষিদ্ধ থাকায় উপজেলার খেটে খাওয়া প্রান্তিক মানুষের জীবন ধারণে যেন কোনো সমস্যা না হয় সেই লক্ষ্যে দরিদ্র ও শ্রমজীবী প্রত্যেককে ১০ কেজি চাল, ২ কেজি আলু এবং দেড় কেজি ডাল বিতরণ করা হয়েছে। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এরশাদুল আলম, ইউপি চেয়ারম্যান গোলাম ফেরদৌস, আনসার আলী আসিফ প্রমুখ উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img