নিজস্ব প্রতিবেদক:
সখীপুরে বিদ্যুতের পুরানো তার পরিবর্তন করার টাকা না দেওয়ায় দাড়িয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ.আজিজ বি.এস.সি’র নেতৃত্বে আমিনুল ইসলাম (৩০) নামের এক যুবককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গত ২৪ মার্চ বিকেলে উপজেলার দাড়িয়াপুর দক্ষিনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই দিনই গুরুতর আহত অবস্থায় আমিনুলকে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় ২৭ মার্চ আহত আমিনুলের বাবা নূরুল ইসলাম বাদী হয়ে সখীপুর থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আমিনুল ইসলাম বৃহস্পতিবার বিকেলে স্থানীয় একটি বাজার থেকে কলা বিক্রি করে বাড়ি ফেরার পথে আ.আজিজ মাস্টার তার গতিরোধ করে তাদের বিদ্যুতের পুরানো তার পরিবর্তন করার টাকা চান। এ সময় টাকা না দেওয়ায় দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় আজিজ (বি.এস.সি)’র সাথে থাকা লিটন ও শিমুল তাকে কিল-ঘুসি ও লাঠি দিয়ে পিটিয়ে যখম করে।
আমিনুলের স্ত্রী সোনিয়া আক্তার বলেন, বিদ্যুতের তারের টাকা দিতে পারেন নাই বলে আজিজ স্যার আমার স্বামীকে তার লোকজন দিয়ে পিটিয়ে আহত করেছেন।