বৃহস্পতিবার, অক্টোবর ৫, ২০২৩
Homeসখীপুরসখীপুরে পাওনা টাকা না দেওয়ায় যুবককে পিটিয়ে আহত, থানায় মামলা

সখীপুরে পাওনা টাকা না দেওয়ায় যুবককে পিটিয়ে আহত, থানায় মামলা

- Advertisement -spot_img

নিজস্ব প্রতিবেদক:

সখীপুরে বিদ্যুতের পুরানো তার পরিবর্তন করার টাকা না দেওয়ায় দাড়িয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ.আজিজ বি.এস.সি’র নেতৃত্বে আমিনুল ইসলাম (৩০) নামের এক যুবককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গত ২৪ মার্চ বিকেলে উপজেলার দাড়িয়াপুর দক্ষিনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই দিনই গুরুতর আহত অবস্থায় আমিনুলকে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় ২৭ মার্চ আহত আমিনুলের বাবা নূরুল ইসলাম বাদী হয়ে সখীপুর থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আমিনুল ইসলাম বৃহস্পতিবার বিকেলে স্থানীয় একটি বাজার থেকে কলা বিক্রি করে বাড়ি ফেরার পথে আ.আজিজ মাস্টার তার গতিরোধ করে তাদের বিদ্যুতের পুরানো তার পরিবর্তন করার টাকা চান। এ সময় টাকা না দেওয়ায় দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় আজিজ (বি.এস.সি)’র সাথে থাকা লিটন ও শিমুল তাকে কিল-ঘুসি ও লাঠি দিয়ে পিটিয়ে যখম করে।

এ সময় আমিনুলের স্ত্রী, মা, ও বাবা দৌঁড়ে এসে টাকা দেওয়ার সময় চেয়ে চান। পরে আহত আমিনুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আমিনুলের স্ত্রী সোনিয়া আক্তার বলেন, বিদ্যুতের তারের টাকা দিতে পারেন নাই বলে আজিজ স্যার আমার স্বামীকে তার লোকজন দিয়ে পিটিয়ে আহত করেছেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আনছার আলী আসিফ বলেন, সামান্য বিষয় নিয়ে ছেলেটাকে এভাবে মারধর করা উচিত হয়নি।
দাড়িয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, দাড়িয়াপুর এস.এ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.আজিজ (বি.এস.সি) তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, পাওনা টাকা চাইতে গেলে সে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় আশপাশের লোকজন তাকে মারতে গেলে সে তাদেরকে ফিরিয়ে রাখেন।
- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img