বৃহস্পতিবার, অক্টোবর ৫, ২০২৩
Homeজাতীয়সখীপুরে ব্যাংক জালিয়াত চক্রের ২ সদস্য গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে...

সখীপুরে ব্যাংক জালিয়াত চক্রের ২ সদস্য গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ

- Advertisement -spot_img

নিজস্ব প্রতিবেদক: সখীপুরে বাংলাদেশ কৃষি ব্যাংক তক্তারচালা শাখায় ব্যাংক জালিয়াত চক্রের দুই সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে তাদের ৭ দিনের রিমান্ড চেয়ে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
জানা যায়, জালিয়াত চক্র ভূয়া আইডি কার্ড ব্যবহার করে সোহাগ নামে একটি হিসাব খোলে। সোমবার দুপুরে ব্যাংকের অন্যান্য স্টাফদের সীল-স্বাক্ষর জাল করে ৫৮৩৯ একাউন্ট থেকে এসবিডি ৪৩৮৭২১৩ চেকের মাধ্যমে ৪ লাখ টাকা উত্তোলন করে। পরে ৪৩৮৭২১৪ নং চেকের মাধ্যমে একই একাউন্ট থেকে পুনরায় তিন লাখ টাকার চেক নিয়ে ব্যাংকে এসে ঘুরাঘুরি করতে থাকে। এসময় সন্দেহ হলে মাদারীপুরের শামসুর রহমানের ছেলে সোহাগ (৩৩) এবং সৈয়দ আলী ব্যাপারীর ছেলে রোকন ব্যাপারীকে (২৪) আটক করা হয়। তাদের কাছ থেকে চার লাখ টাকাও উদ্ধার করা হয়। তবে একই এলাকার ভূইয়া শেখের ছেলে নাহিদ শেখ (২৭) পালিয়ে যেতে সক্ষম হয়।
কৃষি ব্যাংক তক্তারচালা শাখার ব্যবস্থাপক আব্দুল লতিফ মিয়া বলেন, চক্রটির সঙ্গে ব্যাংক স্টাফদের কেউ জড়িত কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। জালিয়াতচক্র কিভাবে একাউন্ট খুলেছে এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) লুৎফুল কবির বলেন, ব্যাংক জালিয়াত চক্রের দুইজনকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

-এসবি/সানি

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img