সাইফুল ইসলাম সানি: করোনা ভাইরাসের বিস্তাররোধে সরকার ঘোষিত ‘ঘরে থাকুন, নিরাপদে থাকুন’ কর্মসূচির কারণে স্বল্প আয়ের মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এসব কর্মহীন দরিদ্র অসহায় মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিতে ভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে টাঙ্গাইলের সখীপুর উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা জানান, জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী কর্মহীন হয়ে পড়া মানুষের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। আপনার জানামতে ভিক্ষুক, দিন মজুর, গরীব চা বিক্রেতা, নির্মাণ শ্রমিক, রেস্টুরেন্ট শ্রমিক, ভ্যান/রিকশা চালক, কুলি, মুচী, গরীব দর্জি, বাদাম বিক্রেতা, ঝালমুড়ি বিক্রেতা, দিন আনে দিন খায়, পরিবহন শ্রমিক, পাগল ও ভবঘুরে ব্যক্তির তালিকা দিন। যার ঘরে খাবার নেই, এখন পর্যন্ত যার কাছে সরকারি কিংবা বেসরকারি সাহায্য পৌঁছেনি তাদের পূর্ণাঙ্গ ঠিকানা ও মুঠোফোন নম্বর আহŸান করেন ওই পোস্টে। ইউএনও বলেন, সরকারি নির্দেশনা মেনে আপনারা ঘরে থাকুন, নিরাপদ থাকুন, আমরা ঘরে ঘরে খাবার পৌঁছে দিবো।
এ সময় যারা ১০ টাকা দরে চাল, ভিজিডি/ভিজিএফ, সংসদ সদস্য প্রদত্ত ত্রাণ সহায়তা, বেসরকারি উদ্যোগে ত্রাণ সহায়তা পেয়েছেন তাদের নাম প্রস্তাব না করার অনুরোধ করেন তিনি।
এ বিষয়ে ইউএনও আসমাউল হুসনা লিজা বলেন, ইতোমধ্যে উপজেলাব্যাপী ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছি। তারপরও কেউ যেনো বাদ না পড়ে, কোনো মানুষ যেনো অভুক্ত না থাকে সেজন্যে আমাদের এ আহŸান। এতে বেশ সাড়া মিলছে। তিনি আরো বলেন, বাড়ি বাড়ি সহায়তা পৌঁছে দিতে পৌরসভা ও প্রতিটি ইউনিয়নে ৩০ সদস্যের স্বেচ্ছাসেবক কমিটি গঠন করা হয়েছে। তাঁরা নিরলস কাজ করে ঠিকানা অনুযায়ী যাচাই বাছাই করে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন।
-এসবি/সানি
Leave a Reply