বৃহস্পতিবার, অক্টোবর ৫, ২০২৩
Homeসখীপুরমানুষকে ঘ‌রে রাখ‌তে সখীপুর উপ‌জেলা প্রশাসনের ব্য‌তিক্রমী উ‌দ্যোগ-অনলাইন শ‌পিং চালু

মানুষকে ঘ‌রে রাখ‌তে সখীপুর উপ‌জেলা প্রশাসনের ব্য‌তিক্রমী উ‌দ্যোগ-অনলাইন শ‌পিং চালু

- Advertisement -spot_img

‌নিজস্ব প্র‌তি‌বেদক: মানুষ‌কে ঘ‌রে রাখ‌তে এবার ব্য‌তিক্রমী উ‌দ্যোগ নি‌য়ে‌ছে সখীপুর উপ‌জেলা প্রশাসন। জনগ‌ণের সু‌বিধা‌র্থে চালু করা হ‌লো ‘নিত্য সদাই অনলাইন শ‌পিং’। নিত্যপ্র‌য়োজনীয় দ্রব্য সামগ্রী মানুষ যা‌তে ঘ‌রে বসে সহ‌জেই কেনাকাটা কর‌তে পা‌রে এমন ভাবনা থে‌কে এ সেবা‌টি চালু কর‌ছে উপ‌জেলা প্রশাসন। আগামীকাল বুধবার থে‌কে ঘ‌রে ব‌সে সেবা‌টি পা‌বেন ব‌লে জা‌নি‌য়ে‌ছেন উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার আসমাউল হুসনা লিজা। সেবা‌টি ঘ‌রে ব‌সে পে‌তে ০১৮১৩২০৫৭১৭ ও ০১৮৭১০৩৩৮১৭ হটলাই‌নে ফোন কর‌তে বলা হ‌য়ে‌ছে। এই নাম্বারে ‌ফোন কর‌লেই ঘ‌রে পৌঁ‌ছে দেওয়া হ‌বে নিত্যপ্র‌য়োজনীয় দ্রব্য।

নাট্যজন আলী হাসান স্বাগত জানিয়ে বলেন, উ‌দ্যোগটি মানুষাকে ঘরে রাখতে সহযোগিতা করবে।

উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার আসমাউল হুসনা লিজা ব‌লেন, ক‌রোনাভাইরাসে মোকা‌বেলা কর‌তে মানুষ‌কে ঘ‌রে রাখ‌তে এই নিত্য শ‌পিং সেবা চালু করা হ‌য়ে‌ছে। সেবা‌টি বাস্তবায়ন কর‌তে কর্মহীন হ‌য়ে পড়া শ্রমজীবী‌দের সহ‌যো‌গিতা নেওয়া হ‌বে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img