মঙ্গলবার, ডিসেম্বর ৫, ২০২৩
Homeজাতীয়প্রকা‌শিত সংবা‌দের প্র‌তিবাদ

প্রকা‌শিত সংবা‌দের প্র‌তিবাদ

- Advertisement -spot_img

গত ৬ এ‌প্রিল স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল জনতার কণ্ঠ টো‌য়ে‌ন্টি‌ফোর ডটকম -এ “ভাইয়ের জমিতে ভাইয়ের রাজনৈতিক প্রভাব, সখীপুরে চাচা-চাচাত ভাইয়ের জমি জবর দখল করেছে অধ্যক্ষ নাসির” এবং ৭ এ‌প্রিল দৈ‌নিক দিনকাল প‌ত্রিকার ছাপা সংস্কর‌ণে “সখীপুরে চাচা-ভা‌তিজার জমি জবরদখল করেছে অধ্যক্ষ নাসির” শি‌রোনা‌মে যে সংবাদ প্রকা‌শিত হ‌য়ে‌ছে, তা সম্পূর্ণ মিথ্যা ব‌া‌নোয়াট ও উ‌দ্দেশ্যপ্র‌ণোদিত। প্রকৃতপ‌ক্ষে আমি কারো জমি জবরদখল করিনি। ওই সংবাদ দু’‌টি‌তে যে জ‌মির বর্ণনা দেওয়া হ‌য়ে‌ছে, তা আমার পৈত্রিক ও ক্রয়কৃত সম্প‌ত্তি। আমার পৈত্রিক ও ক্রয়কৃত জমিতেই মাটি ফেলে ছাপড়া ঘর উত্তোলন করেছি। এছাড়া জ‌মি‌তে আমার দীর্ঘ‌দি‌নের পুরাতন বসতবা‌ড়িও র‌য়ে‌ছে। ওই জ‌মি নি‌য়ে কো‌নো প্রকার হামলা মারধর ও জবরদখ‌লের ঘটনা ঘ‌টে‌নি। প্র‌তিবাদ লি‌পি‌তে অধ্যক্ষ না‌সির দাবি করেন, এক‌টি মহল কৌশ‌লে আমার এবং আমার প‌রিবা‌রের সুনাম ক্ষুণ্ণ করার জ‌ন্যে চক্রান্ত করে থাকতে পারে। সম্ভবত ওই দু’‌টি প‌ত্রিকার সাংবা‌দিক‌কে কো‌নো এক‌টি মহল ভুল বু‌ঝি‌য়ে অথবা ভুল তথ্য দি‌য়ে এ রকম ভি‌ত্তিহীন সংবাদ প্রকা‌শে প্র‌রো‌চিত ক‌রে‌ছেন। আ‌মি প্রকাশিত ওই দু’টি সংবা‌দের তীব্র নিন্দা ও প্র‌তিবাদ জানা‌চ্ছি।

 

-অধ্যক্ষ না‌সির উ‌দ্দিন

সানস্টার ইনস্টিটিউট অব টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, সখীপুর, টাঙ্গাইল।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img