বুধবার, অক্টোবর ৪, ২০২৩
Homeসখীপুরহামিদপুরে ক‌রোনাভাইরাস প্র‌তি‌রো‌ধে শতাধিক দ‌রিদ্র‌দের মাঝে ত্রাণ বিতরণ

হামিদপুরে ক‌রোনাভাইরাস প্র‌তি‌রো‌ধে শতাধিক দ‌রিদ্র‌দের মাঝে ত্রাণ বিতরণ

- Advertisement -spot_img

‌নিজস্ব প্র‌তি‌বেদক: সখীপুর উপজেলার হামিদপুর ও বাঘেরবাড়ি গ্রামের শতাধিক দ‌রিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ওই গ্রামের প্রবাসী মো. মিনহাজ হোসেন বৃহস্পতিবার সকালে নিজস্ব অর্থায়নে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। মিনহাজ হোসেন সাউথ আফ্রিকা কেন্দ্রীয় আ.লী‌গের সাংগঠনিক সম্পাদক। এসময় স্থানীয় ইউপি সদস্য শাহ-আলম মিয়া, আলহাজ আব্দুস সবুর, উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন ফোরামের সভাপতি সুমন সরকার, লোকমান হোসেন, ফারুক হোসেন, খায়রুল বাশার, রুবেল মিয়া, বিল্লাল হোসেন উপস্থিত ছিলেন। মিনহাজ হোসেন ব‌লেন, মানু‌ষের বিপ‌দে সামান্য সহ‌যো‌গিতা কর‌তে পে‌রে আমার ভাল লাগ‌ছে। আল্লাহপাক যে‌নো খুব দ্রুত যেন করোনাভাইরাস থে‌কে সবাই‌কে রক্ষা ক‌রেন।।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img