নিজস্ব প্রতিবেদক: সখীপুরে বাইরে অপ্রয়োজনীয় ঘুরাঘুরি করার অপরাধে চার ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট ও উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা লিজা এ সাজা দেন। ওই চার জনের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।
আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা লিজা বলেন, কারোনা ভাইরাস সংক্রমণরোধে বাইরে অপ্রয়োজনীয় ঘুরাঘুরিতে নিষেধাজ্ঞা জারি রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করায় চার জনকে চার হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, এর আগেও অপ্রয়োজনীয় ঘুরাফেরা করায় সাত জনকে জরিমানা করা হয়েছিল।
-এসবি/সানি