নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে “অবদান” এর উদ্যোগে দরিদ্রদের ঘরে ঘরে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গত কয়েকদিন ধরে উপজেলার ইন্দারজানি বাজারে অবস্থিত ওই সংগঠনের উদ্যোগে বিভিন্ন গ্রামের আড়াই শতাধিক দরিদ্রদের ঘরে ঘরে গিয়ে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ওই সংগঠনের পক্ষে খাদ্য সামগ্রী বিতরণে অংশে নেওয়া শামীম আল মামুন বলেন, “অবদান” একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। সংগঠনের পক্ষ থেকে দরিদ্রদের ঘরে ঘরে গিয়ে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, করোনাভাইরাস সংক্রমণকালে বাড়িতে অবস্থান করতে হবে। কোনো গণজমায়েত করে আমরা খাদ্য সহায়তা দিয়ে এ ভাইরাস সংক্রমিত হওয়ার সুযোগ দিতে চাইনা। এ কারণে আমরা ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেছি।
Leave a Reply