নিজস্ব প্রতিবেদক: সখীপুরে উপসর্গ ছাড়াই এক অ্যাম্বুলেন্স চালকের করোনা শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সোবহান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার সন্দেহজনক হিসেবে ওই চালকের রক্তের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। পরে পরীক্ষায় তার করোনা সনাক্ত হয়। তিনি আরও জানান, আক্রান্ত অ্যাম্বুলেন্স চালক সোনামিয়ার বাড়ি পৌরসভার ৬ নং ওয়ার্ড এলাকায়। তার বাবার নাম মজিবুর রহমান। সে নিয়মিত ঢাকায় রোগী আসা নেওয়া করতো।
Leave a Reply