
নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে এসএসসির ২০১৮ ব্যাচের উদ্যোগে ইফতার সামগ্রীর প্যাকেট রোজাদারদের উপহার হিসেবে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে। শনিবার সকালে ওই ব্যাচের শিক্ষার্থীরা পৌরসভার নয়টি ওয়ার্ডে ২০০টি প্যাকেট পৌঁছে দেন। প্রতি প্যাকেটে রোজাদারদের জন্য উপহার সামগ্রীর মধ্যে ছিল ছোলা, তেল, চিনি, পেঁয়াজ, আলু, খেজুর ও মুড়ি। এ সব উপহার সামগ্রী পৌঁছে দেওয়ার কাজে সার্বিক সহযোগিতা করেন সখীপুর শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিজারুল ইসলাম সাগর। এছাড়াও এসএসসির ২০১৮ ব্যাচের ছাত্র মুন্না হাসান, শিহাব হাসান, তৌহিদুল ইসলাম সিয়াম ,কামরুল হাসান লিমন, তারিকুল ইসলাম কাব্য এবং রিফাত।