সোমবার, ডিসেম্বর ১১, ২০২৩
Homeআন্তর্জাতিকসখীপুরে করোনা সন্দেহে এক ব্যক্তি আইসোলেশনে

সখীপুরে করোনা সন্দেহে এক ব্যক্তি আইসোলেশনে

- Advertisement -spot_img

সাইফুল ইসলাম সানি: সখীপুরে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে এক ব্যক্তিকে আইসোলেশনে পাঠানো হয়েছে। ওই ব্যক্তি গাজীপুরে একটি কারখানায় চাকরি করেন। আজ বুধবার রাত সাড়ে  ৮টার দিকে সখীপুর সরকারি মুজিব কলেজে গঠিত আইসোলেশনে পাঠানো হয়।

স্থানীয় ইউপি সদস্য আবদুল হামিদ জানান, ওই ব্যক্তি গতকাল মঙ্গলবার রাতে জ্বর নিয়ে বাড়িতে ফেরেন। বুধবার সকালে তাঁর বমি ও পাতলা পায়খানা শুরু হয়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়। পরে ইউএনওর পরামর্শে প্রতিবেশীরা তাঁকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে পাঠায়। কিন্তু ওই ব্যক্তি হাসপাতালে আসার পথে ভয়ে পালিয়ে যান। পরে প্রশাসনের উদ্যোগে ও ওই ব্যক্তির বড় ভাইয়ের পরামর্শে তিনি সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন।

ইউএনও আসমাউল হুসনা লিজা বলেন, এ ঘটনায় ওই ব্যক্তির বাড়ির আশপাশের আটটি পরিবারকে কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান বলেন, ‘জ্বর বমি ও পাতলা পায়খানা হলেই যে করোনাভাইরাসে আক্রান্ত এটা নিশ্চিত নয়। সাধারণ জ্বরেও বমি পাতলা পায়খানা হতে পারে। তাকে আইসোলেশনে পাঠানো হয়েছে। অবস্থা বুঝে ও পর্যবেক্ষণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ’

-এসবি/সানি

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img