সোমবার, ডিসেম্বর ১১, ২০২৩
Homeজাতীয়সখীপুরে ক‌রোনা উপসর্গ নি‌য়ে গৃহবধূর মৃত্যু

সখীপুরে ক‌রোনা উপসর্গ নি‌য়ে গৃহবধূর মৃত্যু

- Advertisement -spot_img

সাইফুল ইসলাম সা‌নি: সখীপুরে ক‌রোনা ভাইরা‌সের উপসর্গ নি‌য়ে সো‌নিয়া আক্তার (২১) না‌মের এক গৃহবধূর মৃত্যু হ‌য়ে‌ছে। আজ বুধবার সন্ধ্যায় উপ‌জেলার কা‌লিয়া উত্তরপাড়া গ্রা‌মের বাবার বা‌ড়ি‌তে ওই গৃহবধূর মৃত্যু হয়। মৃত্যুর আ‌গে সো‌নিয়ার জ্বর, স‌র্দি কা‌শি, গলাব্যথা ও পাতলা পায়খানা ছি‌লো। আজ বুধব‌ার রাত সা‌ড়ে ১০টায় সখীপুর উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সোবহান এ খবর নি‌শ্চিত ক‌রে‌ন।

জানা যায়, ওই গৃহবধূর স্বামীর বা‌ড়ি ঘাটাই‌লের গা‌রোবাজারে। গত তিন‌দিন ধ‌রে স্বামীর বা‌ড়ি‌তেই সে জ্বর, স‌র্দি কা‌শি ও গলাব্যথায় ভুগ‌ছিল। আজ দুপু‌রে  স্বামীর বা‌ড়ি থে‌কে তা‌কে সখীপু‌রের কা‌লিয়া গ্রা‌মের বাবার বা‌ড়ি‌তে নি‌য়ে আসা হয়। প‌রে সন্ধ্যায় তিনি ওই বা‌ড়ি‌তেই মারা যান।

উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সোবহান ব‌লেন, জ্বর, স‌র্দি কা‌শি, গলাব্যথা এগু‌লো ক‌রোনাভাইরাস আক্রা‌ন্তের প্রাথ‌মিক উপসর্গ। তাই পরীক্ষার জন্য রা‌তেই ওই গৃহবধূর নমুনা সংগ্রহ করা হ‌য়ে‌ছে। ওই বাড়ির লোকজনকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।

-এসবি/সা‌নি

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img