বৃহস্পতিবার, অক্টোবর ৫, ২০২৩
Homeসখীপুরসখীপু‌রে ত্রাণ বিতর‌ণে অ‌নিয়‌মের মিথ্যা অ‌ভি‌যোগ দেওয়ায় ছাত্রলীগ নেতা‌কে জ‌রিমানা

সখীপু‌রে ত্রাণ বিতর‌ণে অ‌নিয়‌মের মিথ্যা অ‌ভি‌যোগ দেওয়ায় ছাত্রলীগ নেতা‌কে জ‌রিমানা

- Advertisement -spot_img

নিজস্ব প্রতিবেদক: সখীপুরে সরকারি ত্রাণের চাল বিতরণে অনিয়মের মিথ্যা অভিযোগ দেওয়ার অপরাধে ছানোয়ার খাঁন শরিফ নামের (২৮) এক সাবেক ছাত্রলীগ নেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমাউল হুসনা লিজা এ আদেশ দেন। ছানোয়ার উপজেলার কালমেঘা গ্রামের নায়েব খাঁনের ছেলে এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য।

আদালত সূত্রে জানা যায, উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা গ্রামে সরকারি ত্রাণের চাল বিতরণে ওজনে কম দেওয়া হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন ওই ছাত্রলীগ নেতা। পরে শনিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তাকে ডাকা হলে ওই অভিযোগের কোন প্রমান দিতে পারেনি। উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা লিজা বলেন, ত্রাণের চাল বিতরণে ওজনে কম দেওয়ার অভিযোগটি তদন্ত করে সত্যতা পাওয়া যায়নি। মিথ্যা অভিযোগ দিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ করায় অভিযোগেকারীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img