শনিবার, ডিসেম্বর ৯, ২০২৩
Homeসখীপুরসখীপুর হাসপাতা‌লে পি‌পিই দি‌ল এক্স-ক্যা‌ডেট ফোরাম

সখীপুর হাসপাতা‌লে পি‌পিই দি‌ল এক্স-ক্যা‌ডেট ফোরাম

- Advertisement -spot_img

নিজস্ব প্র‌তি‌বেদক: ক‌রোনাভাইরাস মোকা‌বেলায় এক্স- ক্যা‌ডেট ফোরা‌মের পক্ষ থে‌কে সখীপুর উপ‌জেলা স্বাস্থকম‌প্লে‌ক্সের চি‌কিৎসক‌দের জন্য ১৫টি ব্য‌ক্তিগত সুরক্ষা সামগ্রী (পি‌পিই)প্রদান করা হ‌য়ে‌ছে। মঙ্গলবার সকা‌লে এক্স- ক্যা‌ডেট ফোরাম সখীপু‌রের সদস্য চি‌কিৎসক তৌ‌হিদা তন্বী স্বাস্থ্যকম‌প্লে‌ক্সের চি‌কিৎসক মো. সা‌কের আহ‌মে‌দের হা‌তে ওই ব্য‌ক্তিগত সুরক্ষা সামগ্রী তু‌লে দেন। এসময় সখীপুর প্রেসক্লা‌বের সভাপ‌তি ও সখীপুর বার্তার সম্পাদক শা‌কিল আনোয়ার, বাংলা‌দেশ মে‌ডিক্যাল ক‌লেজের ছাত্র শাহরিয়ার হাসান আসিফসহ স্বাস্থ্যকম‌প্লে‌ক্সের স্টাফরা উপ‌স্থিত ছি‌লেন। চি‌কিৎসক তৌ‌হিদা তন্বী ব‌লেন, মানুষ‌কে সেবা দি‌তে হ‌লে আগে চি‌কিৎসক‌দের সুরক্ষা নি‌শ্চিত করা দরকার। তাই মান‌বিক দা‌য়িত্ব‌বোধ থে‌কে সখীপুর এক্স- ক্যা‌ডেট ফোরামের পক্ষ থে‌কে চি‌কিৎসক‌দের জন্য পি‌পিই প্রদান করা হ‌য়ে‌ছে। পি‌পিই প্রদান করায় উপ‌জেলা স্বাস্থ্য ও প‌রিবাবর প‌রিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সোবহান, আবা‌সিক মে‌ডিক্যাল অ‌ফিসার ডা. শাহীনুর আলম এক্স-ক্যা‌ডেট ফোরা‌মের সদস্য‌দের ধন্যবাদ জা‌নি‌য়ে‌ছেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img