সোমবার, ডিসেম্বর ১১, ২০২৩
Homeজাতীয়সখীপু‌রে আরো এক যুবক ক‌রোনায় আক্রান্ত

সখীপু‌রে আরো এক যুবক ক‌রোনায় আক্রান্ত

- Advertisement -spot_img

নিজস্ব প্রতিবেদক: সখীপু‌রে রিপন মিয়া (৪০) না‌মের এক যুবক ক‌রোনাভাইরা‌সে আক্রান্ত হ‌য়ে‌ছেন। সে উপ‌জেলার লাঙ্গু‌লিয়া গ্রা‌মের মৃত বাদল মিয়ার ছে‌লে। মঙ্গলবার রাত ১২টায় সখীপুর উপ‌জেলা স্বাস্থ্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন। এ নি‌য়ে সখীপু‌র উপ‌জেলায় দ্বিতীয় ক‌রোনা আক্রান্ত রোগী সনাক্ত হ‌লো। সখীপুর বার্তা।

ওই কর্মকর্তা জানান, রিপন মিয়া গত সোমবার শরী‌রে হালকা জ্বর নি‌য়ে স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে আস‌লে তাঁর নমুনা সংগ্রহ ক‌রে পরীক্ষার জন্য রোগ নিয়ন্ত্রণ রোগতত্ত্ব ও গ‌বেষণা প্র‌তিষ্ঠা‌নে (আইই‌ডি‌সিআর) পাঠা‌নো হয়। প‌রে মঙ্গলবার রা‌তে মু‌ঠো‌ফো‌নে ওই  যুবক ক‌রোনায় অাক্রান্ত ব‌লে জানা‌নো হয়।‌

তি‌নি আরো জানান, হালকা জ্বর ছাড়া তাঁর অন্য‌ কোন উপসর্গ নেই। আজ বুধবার তার সংস্প‌র্শে আসা লোকজ‌নের নমুনা সংগ্রহ করা হ‌বে।
উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা নিজা ব‌লেন, সং‌শ্লিষ্ট প‌রিবারগু‌লো‌কে লকডাউ‌নের আওতায় আনা হ‌বে। সখীপুর বার্তা।
লাঙ্গু‌লিয়া গ্রা‌মের বা‌সিন্দা ও আক্রান্ত রিপ‌নের প্র‌তি‌বে‌শি শহীদুল ইসলাম ব‌লেন, রিপন সখীপুর থে‌কে কাঁচামাল কি‌নে ঢাকা নি‌য়ে বি‌ক্রি করত।

এসবি/শাকিল/সা‌নি

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img