নিজস্ব প্রতিবেদক: সখীপুর উপজেলার শিক্ষার্থীদের জন্যে অনলাইন স্কুলিং শুরু হচ্ছে। আগামী রবিবার থেকে সখীপুরের স্থানীয় ক্যাবল টিভি ও অনলাইনে এ শিক্ষা কার্যক্রম প্রচার করা হবে। উপজেলা নির্বাহী অফিসার অাসমাউল হুসনা লিজা এ উদ্যোগ নিয়েছেন। করোনাভাইরাসের প্রভাবে বিদ্যালয়গুলো বন্ধের সময় পড়ালেখার প্রতি শিক্ষার্থীদের মনোযোগ বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অাসমাউল হুসনা লিজা বলেন, করোনাভাইরাসের প্রভাবে বিদ্যালয়গুলো দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিক্ষার্থীরা যাতে তাদের ক্ষতি কাটিয়ে উঠতে পারে এবং পড়ালেখার প্রতি মনোযোগী হয়- এমন চিন্তা থেকেই অনলাইন স্কুলিং চালু হচ্ছে।
তিনি জানান, সংসদ টেলিভিশনে জাতীয়ভাবে যে সময়ে পাঠদান চলে তার বিপরীত সময়ে অনলাইন স্কুলিং চলবে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য দু’টি শিফটে ক্লাশ নেওয়া হবে। সংশ্লিষ্ট শিক্ষকরা ক্লাশ নেবেন। উপজেলা শিক্ষা অফিস ও মাধ্যমিক শিক্ষা অফিস যৌথভাবে উদ্যোগটি বাস্তবায়ন করবে।
মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম বলেন, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনা ও পরামর্শে শিক্ষার্থীদের পড়ালেখায় সংযোগ রাখতে উদ্যোগটি সফল করার কাজ চলছে। এতে শিক্ষার্থীরা উপকৃত হবে বলে মনে করছি।
উপজেলা শিক্ষা অফিসার মানবেন্দ্র দাস বলেন, সংসদ টিভিতে প্রচারিত ঘরে বসে শিখি- অনুষ্ঠানের সহায়ক হিসেবে উদ্যোগটি শিক্ষর্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়াবে।
সরকারি সা’দত কলেজের প্রিন্সিপাল চর্যাযোগী প্রফেসর অালীম মাহমুদ মনে করেন, তথ্য প্রযুক্তির সুযোগ কাজে লাগিয়ে স্থানীয়ভাবে অনলাইন স্কুলিং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে।
এসবি/শাকিল/সানি