বৃহস্পতিবার, অক্টোবর ৫, ২০২৩
Homeজাতীয়সখীপু‌রে খাদ্যবান্ধব চাল বিতর‌ণে অনিয়‌মের অ‌ভি‌যো‌গে সা‌বেক ছাত্রলীগ সভাপ‌তির ‌ডিলার‌শিপ বা‌তিল, দেড়লাখ...

সখীপু‌রে খাদ্যবান্ধব চাল বিতর‌ণে অনিয়‌মের অ‌ভি‌যো‌গে সা‌বেক ছাত্রলীগ সভাপ‌তির ‌ডিলার‌শিপ বা‌তিল, দেড়লাখ টাকা জ‌রিমানা

- Advertisement -spot_img

নিজস্ব প্রতিবেদক: সখীপু‌রে হতদ‌রিদ্র‌দের জন্য খাদ্যবান্ধব চাল বিতর‌ণের অনিয়মের অ‌ভি‌যো‌গে ছাত্রলী‌গের সা‌বেক সভাপ‌তি আরিফ সরকা‌রের লাই‌সেন্স বা‌তিল ও এক লাখ ৫০ হাজার টাকা জ‌রিমানা ক‌রে‌ছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদাল‌তের নির্বাহী হা‌কিম ও সখীপুর উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার আসমাউল হুসনা লিজা এ আদেশ দেন।

আদালত স‌ূত্রে জানা যায়, উপ‌জেলার কাকড়াজান ইউ‌নিয়‌নের সা‌পিয়াচালা বাজার বিক্রয় কে‌ন্দ্রের খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার আরিফ সরকার বেশ কিছু হতদ‌রি‌দ্রের মা‌ঝে ১০ টাকা কেজি দরের ৩০ কে‌জি চাল না দি‌য়ে ৩০০ টাকা ক‌রে বিতরণ কর‌ছিল। এছাড়াও চাল বিতর‌ণে ওজ‌নে কম দেওয়ারও অ‌ভি‌যোগ র‌য়ে‌ছে তার বিরু‌দ্ধে।

ভ্রাম্যমাণ আদাল‌তের নির্বাহী ম্যাজি‌স্ট্রেট আসমাউল হুসনা লিজা ব‌লেন, হতদ‌রিদ্র‌দের মা‌ঝে চাল বিতর‌ণে অ‌নিয়ম ও ওজ‌নে কম দেওয়ার অপরা‌ধে আরিফ সরকা‌রের লাই‌সেন্স বা‌তিল ও ১ লাখ ৫০ হাজার টাকা জ‌রিমানা করা হ‌য়ে‌ছে। এদিকে পুরো উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতর‌ণ আপতত স্থগিত থাকবে বলেও তিনি জানান।

 

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img