বৃহস্পতিবার, অক্টোবর ৫, ২০২৩
Homeজাতীয়সখীপু‌রে লকডাউন অমান্য ক‌রে নারায়ণগঞ্জ থে‌কে সি‌মেন্ট আনায় ব্যবসায়ী ও ট্রাক ড্রাইভার‌কে...

সখীপু‌রে লকডাউন অমান্য ক‌রে নারায়ণগঞ্জ থে‌কে সি‌মেন্ট আনায় ব্যবসায়ী ও ট্রাক ড্রাইভার‌কে ৪০ হাজার টাকা জ‌রিমানা

- Advertisement -spot_img

নিজস্ব প্রতিবেদক: ‌সখীপু‌রে লকডাউন অমান্য ক‌রে নারায়ণগঞ্জ থে‌কে ট্রা‌কে সি‌মেন্ট আমদানী  করায় এক ব্যবসায়ী ও ট্রাক ড্রাইভার‌কে ৪০ হাজার টাকা জ‌রিমানা ক‌রে‌ছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী মে‌জিস্ট্রেট ও সহকারী ক‌মিশনার (ভু‌মি) হা-মীম তাবাসসুম প্রভা আদালত প‌রিচালনা ক‌রেন।

আদালত সূত্র জানা যায়, উপ‌জেলার নলুয়া বাজা‌রের র‌নি ই‌ঞ্জিনিয়া‌রিং এন্ড স্টিল হাউ‌জের মা‌লিক হায়দার আলী সরকা‌রের নি‌র্দেশনা অমান্য ক‌রে ক‌রোনাভাইরা‌স প্রবণ এলাকা নারায়ণগঞ্জ থে‌কে ট্রাক‌যো‌গে সি‌মেন্ট আমদানী ক‌রেন। খবর পে‌য়ে ভ্রাম্যমাণ আদালত নলুয়া বাজা‌রে গি‌য়ে এস‌বের সত্যতা পান। প‌রে ব্যবসায়ী হায়দার আলীকে ২০ হাজার ও ট্রাক ড্রাইভার মাহমুদ মিয়া‌কে ২০ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

আদালতের নির্বাহী মে‌জি‌স্ট্রেট হা-মীম তাবাসসুম প্রভা ব‌লেন, লকডাউন অমান্য ক‌রে ট্রা‌কে ক‌রে সি‌মেন্ট আনায় ব্যবসায়ী ও ড্রাইভার‌কে ৪০ হাজার টাকা জ‌রিমানা করা হ‌য়ে‌ছে।

-এসবি/শাকিল/সা‌নি

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img