সোমবার, ডিসেম্বর ১১, ২০২৩
Homeসখীপুরসখীপু‌রে সামা‌জিক দূরত্ব নি‌শ্চিত কর‌তে কাঁচাবাজার স্থানান্তর করল উপ‌জেলা প্রশাসন

সখীপু‌রে সামা‌জিক দূরত্ব নি‌শ্চিত কর‌তে কাঁচাবাজার স্থানান্তর করল উপ‌জেলা প্রশাসন

- Advertisement -spot_img

নিজস্ব প্রতিবেদক: ক‌রোনাভাইরাস মোকা‌বেলায় কাঁচাবাজার গু‌লো‌তে সামা‌জিক দূরত্ব নি‌শ্চিত কর‌তে ‌বিকল্প ব্যবস্থা নি‌য়ে‌ছে সখীপুর উপ‌জেলা প্রশাসন। পৌর শহরের ক‌য়েক‌টি মো‌ড়ে গ‌ড়ে উঠা কাঁচাবাজার গু‌লো‌কে সখীপুর সরকা‌রি মডেল পি এম পাইলট স্কুল এন্ড ক‌লেজ মা‌ঠে স্থানান্তর করা হ‌য়ে‌ছে। উপজেলার অন্যান্য বড়বড় বাজারগুলোতেও সামা‌জিক দূরত্ব বজায় একই ভাবে বসানোর জন্য ইউপি চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার থেকে করোনাভাইরাসের প্রভাব শেষ না হওয়া পর্যন্ত বর্তমান বাজার সখীপুর সরকারি পি এম পাইলট স্কুল মাঠে বসবে। সরেজমিনে ওই বাজারে গিয়ে দেখা যায়, কাঁচাবাজার ও দুধ বাজারে বারো ফিট আয়তনের প্রতিটি দোকানে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বাঁশ দিয়ে বক্স তৈরী করা হয়েছে। একটি দোকান থেকে একসঙ্গে ৩ জন ক্রেতা ৩ ফুট দূরত্বে দাঁড়িয়ে পণ্য ক্রয় করছেন। আগত ক্রেতা- বিক্রেতার মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কাজ করছে উপজেলা প্রশাসনের কভিড-19 সেচ্ছাসেবক দল।
উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা লিজা বলেন, এই বৈশ্বিক মহামারী প্রতিরোধে প্রধান উপায় সামাজিক দূরত্ব নিশ্চিত করা। কাঁচাবাজারগুলোর স্থান সংকীর্ণ হওয়ায় ক্রেতাদের ভিড়ের জন্য বাজারে সামাজিক দূরত্ব নিশ্চিত করা সম্ভব হচ্ছিল না। তাই পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কাঁচাবাজারগুলো এভাবেই বসবে। এ নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ইউএনও। এদিকে উপজেলা প্রশাসনের এ সিদ্ধান্তকে পৌরমেয়র ও স্থানীয় ক্রেতা-বিক্রেতাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ স্বাগত জানিয়েছেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img