মঙ্গলবার, ডিসেম্বর ৫, ২০২৩
Homeজাতীয়দুস্থ‌দের মা‌ঝে প্রবাসী ইউনাই‌টেড ফাউ‌ন্ডেশ‌নের নগদ অর্থ বিতরণ

দুস্থ‌দের মা‌ঝে প্রবাসী ইউনাই‌টেড ফাউ‌ন্ডেশ‌নের নগদ অর্থ বিতরণ

- Advertisement -spot_img

‌নিজস্ব প্র‌তি‌বেদক: সখীপুর প্রবাসী ইউনাই‌টেড ফাউ‌ন্ডেশন ক‌রোনার প্রভা‌বে কর্মহীন ১৮০ জন দুস্থ ও অসহায় মানুষ‌কে নগদ অর্থ সহায়তা দি‌য়ে‌ছে। শুক্ররার বি‌কে‌লে পৌরসভা প্রাঙ্গ‌ণে এক অনুষ্ঠা‌নের মধ্য‌দি‌য়ে এ অর্থ বিতরণ করা হয়। দুস্থ প্র‌ত্যে‌কের হা‌তে নগদ ৫০০ টাকা তু‌লে দেওয়া হয়। সংগঠ‌নের সভাপ‌তি তা‌রেক কিব‌রিয়া সজী‌বের সভাপ‌তি‌ত্বে উপ‌জেলা চেয়ারম্যান, পৌর মেয়র বীর মু‌ক্তি‌যোদ্ধা আবু হা‌নিফ আজাদ, আ.লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক জাহাঙ্গীর তা‌রেক ম‌হিলা ভাইস চেয়ারম্যান লুৎফা আ‌নোয়ার, সখীপুর প্রেসক্লা‌বের সাধারণ সম্পাদক এনামুল হক, গোলাম সা‌রোয়ার শিম্মী উপ‌স্থিত ছি‌লেন।

তা‌রেক কিব‌রিয়া সজীব ব‌লেন, সামা‌জিক দায়বদ্ধতা থে‌কে আমা‌দের সংগঠন মান‌বিক সহায়তা নি‌য়ে ক‌রোকা‌লে দুস্থ ও অসহায় মানুষ‌দের পা‌শে দা‌ঁড়ি‌য়ে‌ছে। ভ‌বিষ্য‌তেও এমন সহায়তা অব্যাহত থাক‌বে ব‌লেও তি‌নি জানান।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Must Read
- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img