নিজস্ব প্রতিবেদক: সখীপুরে প্রতিমা বংকী যুব সমাজের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে প্রতিমা বংকী মাদরাসা পাড়া বাজার থেকে ১৮৫ টি পরিবারকে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ওই এলাকার কয়েকজন যুবকের যৌথ চেষ্টা ও অর্থায়নে প্রতি বছরই এসব ঈদ সামগ্রী বিতরণ হয় বলে আয়োজকরা জানান।
ঈদ সামগ্রীর প্রতি প্যাকেটে ১কেজি চিনি, ১প্যাকেট সেমাই, ২প্যাকেট গুড়ো দুধ ও একটি করে সাবান বিতরণ করা হয়।
বৃহস্পতিবার সকালে উদয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান মিয়া বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় আয়োজক যুবকদের মধ্যে হুমায়ুন কবির, ডা. রানা বাহাদুর, মিন্টু মিয়া, রনি আহমেদ, হাসিবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
আয়োজক কমিটির সদস্য রনি আহমেদ বলেন, দরিদ্রদের সঙ্গের ঈদ আনন্দ ভাগাভাগি করতেই আমাদের এ ক্ষুদ্র আয়োজন। প্রতি বছর ঈদের আগে আমাদের পক্ষ থেকে এ আয়োজন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
–এসবি/সানি
Leave a Reply