নিজস্ব প্রতিবেদক: স্যার সলিমুল্যাহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ও শুভেচ্ছা ক্লিনিক এন্ড নার্সিং হোমের পরিচালক বিশিষ্ট চিকিৎসক শাহনাজ বেগম নাজ ব্যক্তিগত অর্থায়নে ১৭৫ জন কর্মহীন শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। শুক্রবার পৌরসভা ও বহেড়াতৈল ইউনিয়নের অসহায়দের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সখীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ ত্রাণ বিতরণের উদ্ধোধন করেন।
এসময় বহেড়াতৈল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল সরকার, লিটন আহম্মেদ, শফিকুল ইসলাম শফিক, সৈকত সিকদার,নজরুল ইসলামসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ বিতরণ কাজে অংশ নেন। ডা. শাহনাজ বেগম নাজ বলেন, দেশের এ অবস্থাতে নৈতিক দায়িত্ব থেকে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
Leave a Reply